লালমনিরহাটে সীমান্ত দিয়ে ৭ জনকে বিএসএফের পুশ-ইন


লালমনিরহাট প্রতিনিধি | Published: 2025-06-24 14:19:41 BdST | Updated: 2025-07-12 06:50:25 BdST

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করেছেন।

আজ মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ সীমান্তে ৮৮২ নম্বর মেইন পিলার দিয়ে বিএসএফ তাদের পুশইন করে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৮২ নম্বরের ২ নম্বর উপপিলারের বাংলাদেশের বাউরা হোসনাবাদ সীমান্তের বিপরীতে ভারতীয় ১৫৭ বিএসএফের মহেশমারী ক্যাম্পের সদস্যরা সাতজন ব্যক্তিকে পুশ-ইন করেন। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশু। বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) বাউরা নবীনগর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটকৃতরা প্রায় ৩৫ বছর ধরে ভারতের দিল্লিতে অবস্থান করেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে। তাদের বাড়ি বাংলাদেশের খুলনায় জেলার খালিশপুর বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বাউরা নবীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার রেজাউল ইসলাম জানান, বিজিবি পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সীমান্ত দিয়ে পুশ-ইন করা ব্যক্তিদের পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত স্বপন কুমার সরকার বলেন, বিজিবি ও পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তিদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।