
মাগুরা সদর উপজেলার সাবেক ছাত্রদল নেতা আবু তাহের সবুজের বাড়িতে যৌথবাহিনী অভিযানে চালানোয় ক্ষুব্ধ হয়ে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় তাঁকে আটক করা হয়েছে। আটকের পর তাঁর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ ইয়াবা এবং একটি রামদা জব্দ করে।
আজ মঙ্গলবার মাগুরা ভায়না মোড় থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে আটক করা হয়। এরপর বিকেলে তাঁর বাড়িতে যৌথভাবে অভিযান পরিচালনা করে মাগুরা আর্মি ক্যাম্প এবং সদর থানা-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. সাফিন। তিনি সাংবাদিকদের জানান, এর আগে আবু তাহের সবুজের বাড়িতে অভিযান চালিয়ে কিছু মাদক জব্দ করা হয়। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানাতে পারেন, আবু তাহের সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন।
মো. সাফিন জানান, পূর্ববর্তী অভিযানের ক্ষুব্ধ হয়ে সবুজ একটি বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছিলেন এবং এ জন্য কিছু লোক ভাড়া করেছিলেন। আজ সকালে মিছিল করার সময় আবু তাহের সবুজকে মাগুরা ভায়না মোড় থেকে আটক করা হয়। পরে তাঁকে নিয়ে অভিযানে নামে পুলিশ ও সেনাবাহিনী।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ‘সেনাবাহিনীর সাথে আমাদের পুলিশ সদস্যও ছিলেন। তাকে মাগুরা সদর থানাতে আনা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হবে।’