
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে উপাচার্যের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাংকের প্রতিনিধি দলটি জেরোমি বাজিনার নেতৃত্বে জাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য তাঁদের এ আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের অন্য সদস্যদের মধ্যে ছিলেন থমাস সুইতালা, সুপর্ণা রায়, ফারুক আহমেদ, সাবরিনা তানজিন ও জান্নাতুল নাঈম। এছাড়া জাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিনিধি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনোভেশন সেন্টার পরিদর্শন করেন।