প্রাক-প্রাথমিক শিক্ষকরা রাজস্ব খাতে স্থানান্তর


টাইমস প্রতিবেদক | Published: 2018-07-12 13:49:26 BdST | Updated: 2024-03-29 12:40:51 BdST

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক সৃষ্ট পদে শিক্ষকদের চলতি মাস থেকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। গত ৯ জুলাই প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) পরিচালক (অর্থ) মহেশ চন্দ্র রায় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই থেকে দেশের ৩৭ হাজার ৬৭২টি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষকদের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা দেয়া হবে। এ সংক্রান্ত ব্যয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ (পিইডিপি-৩) বরাদ্দ অর্থ থেকে বহন করা হবে। প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিধিমালায় অনুযায়ী পিইডিপি-৩ কর্মসূচি শেষ হওয়ার পর প্রাক-প্রাথমিক শিক্ষকদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটের সংশ্লিষ্ট খাত হতে নির্বাহ করা হবে।

আরও বলা হয়েছে, গত ৩০ জুন পিইডিপি-৩ কার্যক্রম শেষ হয়েছে। তাই রাজস্বখাতে সৃষ্ট পদের বিপরীতে নিয়োগকৃত সব প্রাক-প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার বেতন ভাতাদি নিয়োগ আদেশের শর্তানুযায়ী ২০১৮ সালের জুলাই হতে রাজস্ব বাজেট থেকে পরিশোধ করতে অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ডিপিইর পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

টিআই/ ১২ জুলাই ২০১৮

//