শ্রেণিকক্ষের শিক্ষাই যথেষ্ঠ নয়, এর বাইরেও শেখার আছে


Desk report | Published: 2022-03-29 07:22:38 BdST | Updated: 2024-03-28 14:58:45 BdST

বরেণ্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, শ্রেণিকক্ষের শিক্ষাই যথেষ্ঠ নয়, এর বাইরেও অনেক কিছু শেখার আছে। যে বিষয়েই পড়ালেখা কর না কেন, সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কেননা সফলতা লাভের জন্য দক্ষতা অর্জনের বিকল্প নেই।

সোমবার (২৮ মার্চ) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাফর ইকবাল বলেন, তারুণ্য জীবনের শ্রেষ্ঠ সময়। ভালো কিছু করতে হলে তথ্য-প্রযুক্তির অবাধ ব্যবহার রোধ ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো কারণে হতাশ না হয়ে সব বিষয় উপভোগ করতে হবে।

মুক্তমঞ্চে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি আমাদের দায় রয়েছে। দায় রয়েছে দেশের প্রতি ও নিজ পরিবারের প্রতি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বরিশাল বিশ্ববিদ্যালয় অচিরেই শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখবে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনামিকা বিশ্বাস।

অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালের সহধর্মিণী প্রফেসর ড. ইয়াসমিন হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

//