বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যুতে সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন


Desk report | Published: 2022-11-10 06:29:59 BdST | Updated: 2024-04-17 00:29:23 BdST

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী বাস দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে দোষীদের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৯ নভেম্বর) সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন করেন।

নিহত ইসমাইল ইমন মার্কেটিং বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী। এর আগে মঙ্গলবার ( ৮ নভেম্বর ) সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। ঘটনায় আজ সাকুরা বাসের অভিযুক্ত হেলপার মো.বাদল বিশ্বাসকে আটক করেন পুলিশ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঢাকা থেকে বরিশালে সাকুরা বাসে আসছিলেন ইমন। বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনার শিকার হয়। ফরিদপুর মেডিকেলে ভর্তি করানো হলে সেখানে কোনো চিকিৎসা না পেয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ফরিদপুরে চিকিৎসার অবহেলার কারণে অবশেষে ইমন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যে আজকে আমাদের ভাইকে জীবন দিতে হলো।আমরা রাস্তায় দাড়িয়েছি যাতে এমন দায়িত্বহীনতায় ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে আর কেউ মারা না যায়। পুলিশ ও চিকিৎসকের দায়িত্বের প্রতি অবহেলার কারণে ঠিকমতো চিকিৎসা না পাওয়ারও অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। ইমনের মৃত্যুতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনারও দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন বলেন, আমরা প্রায় দেখি সাকুরা বাস বেপরোয়াভাবে গাড়ি চালাতে।আজকে এভাবে আমাদের ভাইকে জীবন দিতে হলো।এর সুষ্ঠু বিচার না হলে আগামিতেও যে এমন দুর্ঘটনা হবেনা তার নিশ্চয়তা কে দিবে? আমরা সুষ্ঠু বিচারের পাশাপাশি সাকুরা বাসের রুট পারমিট সাময়িকভাবে বাতিল চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করছে ও মর্মাহত। তাছাড়া শিক্ষার্থীদের দাবি'র যৌক্তিক সমাধান ও নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে।আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাতে বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়।

মানববন্ধনে সুজয় শুভ-এর সঞ্চালনায় আরো কথা বলেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সরোয়ার আহমেদ সাইফ,লোকপ্রশাসন বিভাগের সাইফুল ইসলাম শুভ, মার্কেটিং বিভাগের সজিবুল ইসলাম ওলি, সোহাগ ও মো.মামুন-উর রশিদ প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার (৬ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে গাছের সাথে সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় ইমন। বাসটি অতিরিক্ত গতিতে চলায় বাস চালক বাসটি'র নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। প্রথমে ফরিদপুর মেডিকেলে ভর্তি করানো হয়। পরে ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।