ববি শিক্ষার্থী রাফির মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া


Desk report | Published: 2023-12-22 16:35:17 BdST | Updated: 2024-12-14 03:25:02 BdST

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রাফি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোররাতে কুমিল্লার ময়নামতি এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নিজ বিভাগের সহপাঠীরা হতবিহ্বল হয়ে পরেছে এমন আকস্মিক ঘটনার সংবাদে।

ভিন্ন ভিন্ন শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড.বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড.আবদুল কাইয়ুম, ব্যবসায় অনুষদের ডিন ড.আব্দুল্লাহ আল মাসুদ মরহুম শিক্ষাথী রাকিব হাসান রাফির রুহের মাগফেরাত কামনা করেন।

তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহত অন্য এক শিক্ষার্থীর সুস্থতা কামনা করেন। এছাড়া ঘাতক ট্রাক চালকের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে রাফির সহপাঠীরা।