প্রেমঘটিত কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী বৃষ্টি সরকার। বুধবার রাতে তার লাশ উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেম ঘটিত ব্যাপারে আত্মহননের পথ বেছে নেয় এই শিক্ষার্থী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, খবর পেয়ে ভিসি স্যারসহ আমরা হাসপাতালে আসি। আমাদের ছাত্রীকে এখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। লাশ পরিবারকে বুঝিয়ে দেবার বিষয়টি প্রক্রিয়াধীন।
নিহত বৃষ্টির একাধিক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, কয়েকদিন যাবত প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ছিল তার। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত নিজ মেসে সিলিঙের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। মেসের অন্যান্য সদস্যরা রুম ভেতর থেকে আটকানো দেখে কয়েকবার ডাকাডাকি করে। ভেতর থেকে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত দেখতে পায়। পরে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ প্ররোচিত করেছে কি না কিংবা এ ঘটনা ঘটাতে বাধ্য করেছে কি না সে ব্যাপারে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে।পরিবার মামলা দিতে চাইলে মামলা গ্রহণ করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।