এইচএসসি: ১৪তম দিনে অনুপস্থিত ৩৯৪০ পরীক্ষার্থী


Desk report | Published: 2021-12-24 05:28:45 BdST | Updated: 2024-03-28 23:31:42 BdST

এইচএসসি পরীক্ষার ১৪ তম দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভূগোল দ্বিতীয় পত্র এবং আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা দেননি সারাদেশের ৩ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী। এদিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি। আর দুপুরে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় ১৮৩ পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায়ও কেউ বহিস্কৃত হননি। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার ১৪তম দিন সকালে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৮৫৭ জন, চট্টগ্রাম বোর্ডের ১৩ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৩৫৯ জন, বরিশাল বোর্ডের ৯৯ জন, সিলেট বোর্ডের ৯ জন, দিনাজপুর বোর্ডের ৪৭৮ জন, কুমিল্লা বোর্ডের ৫৭ জন, ময়মনসিংহ বোর্ডের ১৬৩ জন এবং যশোর বোর্ডের ৯০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কৃত হননি।

এদিকে এইচএসসি পরীক্ষার ১৪তম দিন দুপুরে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮৩ জন। রাজশাহী বোর্ডের ৩ জন এবং বরিশাল বোর্ডের ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরীক্ষক বহিষ্কৃত হননি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাওয়া তথ্যমতে, এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী পাঁচ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এতে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন। ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম বা ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এতে ছাত্র এক লাখ চার হাজার ৮২৭ জন। ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

এইচএসসি পরীক্ষার জন্য ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

//