ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ঢাকা কলেজের কুদ্দুস সিকদার


Desk report | Published: 2022-06-01 16:59:43 BdST | Updated: 2024-03-28 17:17:28 BdST

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ কলেজ পর্যায়ে ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজ শিক্ষক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর ঢাকা মহানগরের সদস্য সচিব অধ্যাপক মো. মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে৷

 

ড. মো. আবদুল কুদ্দুস সিকদার ঢাকা কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের দুই বারের নির্বাচিত সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে তিনি প্রথমে ঢাকা কলেজ এবং পরবর্তীতে থানা পর্যায়ে (ধানমন্ডি থানা) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।

জানা গেছে, এর পরের ধাপে প্রতিটি বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক এবং ঢাকা মহানগরীতে নির্বাচিত এই শ্রেষ্ঠ শিক্ষকসহ মোট ৯ জনের মধ্যে একজনকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হবে।

ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার অভিব্যক্তি জানতে চাইলে ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা কলেজের শিক্ষক হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি। কেননা ঢাকা কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ ও প্রাচীন বিদ্যাপীঠ ৷ এখানে শিক্ষকতা করাও গর্বের বিষয়। দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই ঢাকা মহানগরীতে অবস্থিত। সেখান থেকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ৷

তিনি বলেন, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি আমার দায়বদ্ধতা অনেকাংশে বেড়ে গেল৷ আমি নিয়মিত আমার বিভাগের শিক্ষার্থীদের সাথে সরাসরি পাঠদানে অভ্যস্ত। দাপ্তরিক যত ধরনের ব্যস্ততা থাকুক সব কিছু গুছিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কাছাকাছি থাকার চেষ্টা করি। সামনের দিনগুলোতেও শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থী এবং শিক্ষকদের উন্নয়নে কাজ করে যাবো ৷

//