বাংলা কলেজের হলে শিক্ষার্থীকে কুপিয়ে জখম সহপাঠীর


Desk report | Published: 2022-10-25 04:02:45 BdST | Updated: 2024-04-23 16:56:24 BdST

রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছেন আরেক শিক্ষার্থী। আহত ছাত্রের নাম বুলবুল (২৪)।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলা কলেজের প্রিন্সিপাল আবুল কাশেম হলে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত বুলবুল কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র। তিনি প্রিন্সিপাল আবুল কাশেম হলের ৪০২ নম্বর রুমে থাকেন। তার গ্রামের বাড়ি পাবনায়।

আহত বুলবুলকে বহনকারী তার রুমমেট ফরহাদ জানান, প্রিন্সিপাল আবুল কাশেম হলের ৪০২ নম্বর রুমে থাকা চতুর্থ বর্ষের ছাত্র পারভেজের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়া হয় বুলবুলের। একপর্যায়ে পারভেজ রুমে থাকা বঠি দিয়ে বুলবুলের মাথায় এবং শরীরে কোপ দেন। এতে গুরুতর আহত হন বুলবুল। পরে রুমমেটরা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে ৯৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বুলবুল। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এসি মিজানুর রহমান বলেন, প্রিন্সিপাল আবুল কাশেম হলে একই রুমে থাকা পারভেজ ও বুলবুল নামে দুই ছাত্রের মধ্যে মারামারি লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে বুলবুল পারভেজের গায়ে ঝাড়ু দিয়ে আঘাত করেন। ওই সময় পারভেজ হাতের পাশে থাকা একটি বটি দিয়ে তার মাথায় আঘাত করলে সেটি গিয়ে কানের উপরের অংশে লাগে। এতে অনেক রক্তক্ষরণ হয়। পরে রুমমেটরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর থেকেই পারভেজ পলাতক। তাকে আটক করা যায়নি। তবে বুলবুল অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।