ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ছাত্রাবাসের আইডি কার্ড সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। সম্প্রতি ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ও উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে অবস্থানকারী শিক্ষার্থীদের ছাত্রাবাসে অবস্থানকালীন সময়ে স্ব-স্ব ছাত্রাবাসের আবাসিক আইডি কার্ড সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
বিষয়টি অতীব জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।
ঢাকা কলেজের ছাত্রাবাস কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন বলেন, ঢাকা কলেজের আটটি ছাত্রাবাস রয়েছে। যেখানে শিক্ষার্থীরা আবাসন সুবিধা পেয়ে থাকেন। আইডি কার্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিক বিষয়। যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীর জন্য এটি গুরুত্বপূর্ণ। মূলত যেকোনো সময় শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে আইডি কার্ড সঙ্গে রাখা নির্দেশনা দেওয়া হয়েছে। এটি খুবই স্বাভাবিক বিষয়। নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের আমরা বিষয়টি মনে করিয়ে দিয়েছি।
এ প্রসঙ্গে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং সহকারী অধ্যাপক ওবায়দুল করিম বলেন, কলেজ- বিশ্ববিদ্যালয় কিংবা আবাসিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র এবং আবাসিক শিক্ষার্থীদের হল বা ছাত্রাবাসের পরিচয় পত্রের বিষয়টি স্বাভাবিক ব্যাপার। আমরা শিক্ষার্থীদেরকে উৎসাহিত করি যেন তারা প্রতি অর্থবছরেই তাদের আবাসিক ছাত্রাবাসের ইস্যু করা আইডি কার্ডটি পুনরায় হালনাগাদ করে নেন। এবারও এ বিষয়টি মনে করিয়ে দিতেই এ নির্দেশ দেওয়া হয়েছে।