ঢাকা কলেজে নির্দিষ্ট করে দেয়া হয়েছে শীতের পোশাক


টাইমস অনলাইনঃ | Published: 2017-11-02 00:14:08 BdST | Updated: 2024-03-19 08:21:59 BdST

ঢাকা কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে শিতকালীন পোশাক। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চলছে আলোচনা সমালোচনা। 

কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নেভি ব্লু কালারের শীতের পোশাক ছাড়া অন্য কোন পোশাক ক্যাম্পাসে গ্রহণযোগ্য হবেনা। ১লা নভেম্বর বুধবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়। 

ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরণ্য সৈকত ফেসবুকে লিখেছেন, অনলি ব্লু সোয়েটার??? এখন শীতেও ড্রেস কোড? স্যার অনেকের ব্লু সোয়েটার নাই। তাদেরকে তো এটা মেনেজ করতে হবে। আর যাদের সামর্থ নাই তারা কি করবে? বর্তমান ঢাকা কলেজ একটা জেলখানা মাত্র। অতিরিক্ত লেভেলের পড়ার পরিবেশ তৈরী করতে গিয়ে এই জেলখানা তৈরী করছেন বর্তমান ক্ষমতাধর শিক্ষকগণ। ওভারস্মার্ট হতে গিয়ে কলেজটাকে জেলখানা বানাবেন না।

ঢাকা কলেজের বিজ্ঞপ্তি ফেসবুকে শেয়ার দিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থী মুশফিক আব্দুল্লাহ লিখেছেন, কলেজে থাকতে ঢাকা কলেজ সম্পর্কে যা শুনতাম আর এখনকার ঢাকা কলেজের অবস্থা দেখলে যা মনে হয়, "তুমি আর নেই সে তুমি!!''

এমএসএল/০১ নভেম্বর ২০১৭

//