চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার আশ্বাস উপাচার্যের


CU Correspondent | Published: 2023-01-03 05:23:39 BdST | Updated: 2024-03-28 22:05:21 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তাদের সংগঠন অফিসার সমিতির অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসানের অব্যাহতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

সোমবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে অবস্থানরত কর্মকর্তাদের ডেকে নিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দিয়ে কর্মকর্তাদের মধ্য থেকে রেজিস্ট্রার নিয়োগের আশ্বাস দেন তিনি।

অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী  বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আজকে দুপুর আড়াইটার দিকে উপাচার্য মহোদয়ের সাথে মিলিত হয়েছি। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দিয়ে কর্মকর্তাদের মধ্য থেকে রেজিস্ট্রার নিয়োগের আশ্বাস দেন তিনি। তবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান আগামী পাঁচ তারিখ পর্যন্ত ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় আগামী সাত তারিখের মধ্যে ওনারা ব্যবস্থা নিবেন।

তিনি আরও বলেন, সাত তারিখের মধ্যে অব্যাহতি দিয়ে আট তারিখের মধ্যে আমাদের কর্মকর্তাদের মধ্য থেকে রেজিস্ট্রার নিয়োগ দিতে হবে। নয়তো আট তারিখ থেকে আমাদের কর্মসূচি চলমান থাকবে।

সমিতির সভাপতি রাশেদুল হায়দার জানান, রেজিস্ট্রার পদটি কর্মকর্তাদের পদ। তবে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে এ দায়িত্ব পালন করে আসছেন। এতে রেজিস্ট্রার দপ্তরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা চাই, কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে এ পদে নিয়োগ দেওয়া হোক।

তবে এসব বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

//