চবিতে ফের ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৯


CU Correspondent | Published: 2023-01-07 23:31:18 BdST | Updated: 2024-03-28 16:35:02 BdST

শাটল ট্রেনে সিট ধরা নিয়ে আগের দিনের ঘটনার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলামসহ দুই গ্রুপের নয় নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত সোহরাওয়ার্দী হলের সামনের সড়কে এ সংঘর্ষ চলে।

শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক খোন্দকার মোহাম্মদ আতাউল গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শাটল ট্রেনে বসা নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষে জড়ায় ভার্সিটি এক্সপ্রেস ও গ্রুপ সিক্সটি নাইন নামে দুই গ্রুপ। ওই সংঘর্ষের পর শুক্রবার সারাদিন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু রাত ১০টার পর থেকে ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের নেতারা সোহরাওয়ার্দী হলের সামনে আর সিক্সটি নাইন উপপক্ষের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনে জড়ো হতে থাকেন। পরে রাত ১২টার দিকে তারা সংঘর্ষে জড়ান। রাত ১টার দিকে পুলিশ ও প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে আহত নেতাকর্মীরা বিশ্বিবদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসক খোন্দকার মোহাম্মদ আতাউল গণি বলেন, সংঘর্ষের ঘটনায় বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে বেশ কয়েকজন চিকিৎসা নিতে এসেছিলেন। একজনের মাথায় আঘাত বেশি ছিল তাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলামের চোখের পাশে ইটের আঘাত লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভার্সিটি এক্সপ্রেসের নেতা ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, বিনা কারণে সিক্সটি নাইনের কর্মীরা আমাদের দিকে রাতে ইট-পাটকেল ছুড়ে মেরেছিল। আমরা জবাবে শুধু প্রতিহত করেছি তাদের।

অন্যদিকে, সিক্সটি নাইনের নেতা ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম বলেন, ভার্সিটি এক্সপ্রেসের নেতাকর্মীরা আমাদের দিকে আগে ইট-পাটকেল ছুঁড়েছে। পরে আমরা তা প্রতিহত করেছি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ও সহকারী প্রক্টর শহীদুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তারা সাড়া দেননি।

//