শিক্ষামন্ত্রীর আহ্বানের পরও আন্দোলনে অটল চবির চারুকলার শিক্ষার্থীরা


CU Correspondent | Published: 2023-01-22 22:47:25 BdST | Updated: 2024-03-29 20:30:10 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে আহ্বানে সাড়া না দিয়ে আন্দোলনে অটল শিক্ষার্থীরা। চারুকলার মূল ক্যাম্পাসেই ফিরতে চান তারা।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চবি উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে চলমান সমস্যা বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি তাদের মূল দাবি ক্যাম্পাসে ফিরে যেতে শিক্ষামন্ত্রীর সহায়তা চান। তবে শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্থানান্তরের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে। শিক্ষার্থীদের উচিত ক্লাসে ফিরে যাওয়া। যদি অবকাঠামোগত কোনো সমস্যা থাকে তাহলে চারুকলাতেই অস্থায়ী ক্লাস করা। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ঝুঁকিপূর্ণ ক্লাসরুম ঠিক করার নির্দেশ দেন।

তবে শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দেননি শিক্ষার্থীরা। তারা তাদের মূল দাবিতেই অটল আছেন। তাদের অবস্থান কর্মসূচিও চলমান থাকবে। সার্কিট হাউজে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী চারুকলা অনুষদ পরিদর্শনে যান। এ সময় চারুকলা শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ, মানসম্মত আবাসনসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন।

আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ শহিদ বলেন, ‘শিক্ষামন্ত্রীর কাছে আমাদের সমস্যা তুলে ধরি। পাশাপাশি এটাও জানাই আমরা মূল ক্যাম্পাসেই ফিরে যেতে চাই। তিনি সেটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত জানিয়ে চারুকলাতেই ক্লাস করার আহ্বান জানান। পাশাপাশি চারুকলাতে আবাসন সংকট, ক্লাসরুম সংস্কারসহ সব সমস্যার সমাধান করা হবে বলেও জানান। কিন্তু আমরা মনে করছি মূল ক্যাম্পাসে ফিরে গেলেই আমাদের সব সমস্যার সমাধান হবে। তাই আমাদের ৮১ দিন ধরে চলে আসা ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহম্মদ ইয়াকুব বলেন, আলোচনায় শিক্ষামন্ত্রী চারুকলা নিয়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দ্রুত ক্লাস সংস্কার, আবাসন সংকট সমাধানের উদ্যোগ নিতে আমাদের নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের উচিত এখন ক্লাসে ফিরে যাওয়া। কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চলমান রেখেছেন। আমার মনে হচ্ছে কোনো নির্দিষ্ট গ্রুপের ইন্ধনে তারা এসব করছে। শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে পারছে না। তারা চাচ্ছে একটা অস্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক।

চবির চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাস থেকে ২৩ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে অবস্থিত। গত বছরের ২ নভেম্বর থেকে আবাসিক হল নিশ্চিতকরণ, নিজস্ব বাস চালু, ডাইনিং-ক্যান্টিনের সুব্যবস্থা ও পাঠাগার সংস্কারসহ ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে কিছুদিনের মধ্যেই তারা ২২ দফা থেকে সরে এসে মূল ক্যাম্পাসে আসার এক দফা দাবি জানান। এরমধ্যে কয়েকবার উপাচার্যের সঙ্গে আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। ৮১ দিন ধরে চলা অচল অবস্থায় বন্ধ আছে চারুকলার ক্লাস, পরীক্ষাসহ সবকিছু।

//