মাদরাসা শিক্ষার্থীরাও কোনো অংশে পিছিয়ে নেই: দীপু মনি


CU Correspondent | Published: 2023-06-05 04:38:11 BdST | Updated: 2024-04-20 14:56:40 BdST

মাদ্রাসা শিক্ষার্থীরাও এখন আর কোনো অংশে পিছিয়ে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৪ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে একটি জাতীয় বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। সেখানে সারাদেশ থেকে ৮৬টি দল অংশ নিয়েছে। সেখানে আমার মাদরাসার শিক্ষার্থীদের অংশ নেওয়া প্রত্যেকের উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে।

তিনি বলেন, যারা মাদরাসা শিক্ষা নিয়ে কথা বলে তাদের দেখাতে পারলে আমার খুব ভালো লাগতো। জাতীয় বিজ্ঞান মেলায় মাদরাসার শিক্ষার্থীরা সমাজ সচেতনা, বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড ছিল দেখার মতো। আমি অবাক হয়েছি। দেশের বিভিন্ন ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরা অবদান রেখে চলছে। কাজেই মাদরাসার শিক্ষা পিছিয়ে নেই। পিছিয়ে নেই মাদ্রাসার শিক্ষার্থীরাও।

অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য ও ড. নাজনীন নাহার ইসলামের সঞ্চালনা এবং উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এদিন দুপুর ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ সেমিনার।

এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- চবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন। স্বাগত বক্তব্য প্রদান করেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজীম শিকদার।

এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক ও চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।