চবির হলে আসন বরাদ্দ ১৭ আগস্ট, অনলাইনে আবেদন


Desk report | Published: 2024-08-08 11:23:14 BdST | Updated: 2024-09-10 17:40:53 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হবে ১৭ আগস্ট। শিক্ষার্থীদেরকে হলে আসন বরাদ্দ পেতে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে ১০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ১৮ আগস্ট শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে। পরদিন ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।

বুধবার (৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হলের আসন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য মোহাম্মদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০-১৪ আগস্ট হলে আসন বরাদ্দের আবেদন নেওয়া হবে। আগামী ১৭ আগস্ট আসন বরাদ্দ দিয়ে ১৮ আগস্ট হল খোলা হবে। পরবর্তীতে ১৯ আগস্ট ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, হলে আসনের জন্য আগে যারা একবার আবেদন করছেন, তাদেরকে এখন আর আবেদন করতে হবে না। আবাসিক হলের আসনগুলো বিভাগের রেজাল্ট এবং গ্রামের বাসা দূরত্ব বিবেচনা করে বরাদ্দ দেওয়া হবে। হলের ফার্নিচার ও ইলেক্ট্রিসিটিসহ অন্যান্য সংস্কার করা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম এই জরুরি সিন্ডিকেট সভায় হলে আসন বরাদ্দের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি এবং আন্দোলনে চবির দুই শিক্ষার্থী নিহত হওয়ায় শোক প্রস্তাব করা হয়েছে।