ঢাবি ছাত্রলীগের পাঁচ দিনব্যাপী কর্মী সম্মেলন শুরু ২১ জানুয়ারি


DU Correspondent | Published: 2022-01-20 09:54:01 BdST | Updated: 2024-03-28 20:03:56 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন-২০২২ উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মী সমাবেশ করবে ঢাবি ছাত্রলীগ। কর্মী সমাবেশ আগামী শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে মঙ্গলবার (২৫ জানুয়ারি) পর্যন্ত।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে ঢাবি ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ, বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগ, সন্ধ্যা ৬টায় পল্লীকবি জসীম উদ্দীন হল ছাত্রলীগ এবং রাত ৮টায় বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।

২২ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল ছাত্রলীগ, দুপুর ১২টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ; ২৩ জানুয়ারি বিকেল ৪টায় মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, সন্ধ্যা ৬টায় হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রলীগ, রাত ৮টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, রাত ১০টায় স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৪ জানুয়ারি বিকেল ৪টায় রোকেয়া হল ছাত্রলীগ, সন্ধ্যা ৬টায় শামসুন্নাহার হল ছাত্রলীগ, রাত ৮টায় জগন্নাথ হল ছাত্রলীগ, রাত ১০টায় সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ; ২৫ জানুয়ারি বিকেল ৪টায় কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ, সন্ধ্যা ৬টায় ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগ, রাত ৮টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগ এবং রাত ১০টায় অমর একুশে হল ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে দীর্ঘ পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ৩০ জানুয়ারি ১৮টি আবাসিক হলের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

//