ক্যাম্পাস বন্ধ রাখা কোনও সমাধান নয়: ঢাবি উপাচার্য


DU Correspondent | Published: 2022-01-20 10:13:13 BdST | Updated: 2024-04-26 01:11:10 BdST

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের হার ক্রমশ উর্ধ্বমুখী। আর ইতিমধ্যে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে হল খোলা রেখে অনলাইন ক্লাস-পরীক্ষা নেওয়া শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)। তবে আপাতত হল-ক্যাম্পাস বন্ধ বা পুরোপুরি অনলাইনে যাওয়ার কথা না ভেবে সবকিছু পর্যবেক্ষণ রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বুধবার (১৯ জানুয়ারি) ঢাবি কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান একথা বলেন।

উপাচার্য বলেন, আমাদের ক্যাম্পাস মানবিক ক্যাম্পাস। ছেলে মেয়েদের আমরা বের করে দিতে পারছি না। আবাসিক হলগুলো কেবল খুললো, ছেলেমেয়েরা কেবল হলে উঠলো। কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করা জরুরি।আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করার প্রতি গুরুত্ব দিচ্ছি।

তিনি আরও বলেন, ভালো দিক হলো ছেলেমেয়েরা আতঙ্কিত না। সহপাঠীদের কেউ অসুস্থ হলে তারা সেবা করছে। আর শ্রেণি কার্যক্রম বন্ধ করলেই যে সব সুরাহা হবে, সেটিও বলা কঠিন। স্বাস্থ্যবিধি মানলেই অনেকটা ভালো থাকা যায়। তারপরও আমরা সব কিছু পর্যবেক্ষণ করছি।

জাবি, বুয়েটের মতো ঢাবিরও পুরোপুরি অনলাইনে শিক্ষা কার্যক্রম যাওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের তো অনলাইনেও ক্লাস চলছে। কোনও কোনও ফ্যাকাল্টি সেটি অনুসরণ করছে। ৪০ শতাংশ অনলাইন ক্লাসের নীতিও কেউ কেউ অনুসরণ করছে। কিন্তু মূল কথাটা হলো ক্যাম্পাস খোলা রাখা।

আরও খারাপ পরিস্থিতি তৈরি হলে তখন কী সিদ্ধান্ত হতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি অন্য কথা। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছি। ক্যাম্পাস বন্ধ রাখা কোনও সমাধান নয়। বরং স্বাস্থ্যবিধি মেনে চললে অনেকাংশেই সুস্থ থাকা যায়।
সূত্র: বাংলা ট্রিবিউন