ফাঁকা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস


DU Correspondent | Published: 2022-04-29 07:03:13 BdST | Updated: 2024-03-29 03:27:32 BdST

ঈদুল ফিতরের ছুটিতে শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। মধুর ক্যান্টিন, টিএসসি কিংবা হাকিম চত্বরে শিক্ষার্থীদের তেমন কোনো আনাগোনা দেখা যায়নি। সন্ধ্যা হতেই যেন নেমে আসে এক নীরবতা।

করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর বন্ধের পর গত বছরের শেষের দিকে খোলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর আগে শিক্ষার্থীরা বাড়িতে কিংবা ঢাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

এবারের ঈদুল ফিতরের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সবকটি হলই ফাঁকা হয়েছে। গতকাল হলের ক্যান্টিনে সবশেষ খাবার পরিবেশন করা হয়েছিল। আজ থেকে জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসে থাকছেন না শিক্ষার্থীরা।

তবে যেসব শিক্ষার্থী ঈদে বাড়ি যেতে পারবে না তাদের জন্য হলে সেমাই, রুটি, ডিম, দুপুরে উন্নত খাবার পরিবেশন করবে হল প্রশাসন। এছাড়া হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের মালামাল সুরক্ষার জন্য হলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে প্রশাসন।

অ্যাকাউন্টটিং বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খান বলেন, এবার রমজানেও ক্লাস পরীক্ষা চলমান ছিল। আমাদের ২৬ এপ্রিল সর্বশেষ পরীক্ষা হয়। ২৭ তারিখ থেকে ক্যাম্পাস ছুটি। রাতে ঝিনাইদহ গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাসের টিকিট নিয়েছি। পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাতে পারলে ভালো লাগবে। এবার ইদের ছুটির বাইরে আর কোনো ছুটি নেই।

সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আলম বলেন, ৩০ তারিখের টিকিট কাটায় এখনো হলে থাকা লাগছে। হলের সব দোকান ও ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় খাবার খেতে সমস্যা হচ্ছে। খাবারের জন্য পুরান ঢাকা যাওয়া লাগছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল বাছির বলেন, ঈদে যেসব শিক্ষার্থীরা হলে থাকছে তাদের জন্য উন্নত মানের খাবার পরিবেশনের নির্দেশ দিয়েছেন উপাচার্য। ঈদের দিন হলগুলোতে সকালে সেমাই, রুটি, ডিম থাকবে।

দুপুরেও উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া হলে শিক্ষার্থীদের রুমের জিনিসপত্র যেন নিরাপদ থাকে সেজন্য হাউস টিউটরদের তাদের নির্ধারিত ব্লকে রুমগুলোতে নজর রাখার কথাও বলা হয়েছে।

//