ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ছাত্র ফ্রন্টের নতুন কমিটি


Desk report | Published: 2022-05-28 21:18:04 BdST | Updated: 2024-04-20 11:16:38 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্র ফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হককে আহ্বায়ক করে আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) ছাত্র ফ্রন্টের এই ইউনিটটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে এই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিল অধিবেশনে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে লাইব্রেরি-সেমিনারে সর্বশেষ সংস্করণের বই, দেশি-বিদেশি জার্নাল সংগ্রহের ঘাটতি, কম্পিউটার ল্যাবের অপ্রতুলতা, ক্লাসরুম সংকট, বাণিজ্যিক নাইট কোর্সের বিরূপ প্রভাব, মেয়েদের ওয়াশরুমের সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব সংকট থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে কাউন্সিলররা তাদের মতামত দেন এবং আগামী দিনে এই সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

অধিবেশনে উপস্থিত ছিলেন— সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্র ফ্রন্টের এই কমিটিতে সদস্য হয়েছেন— মোক্তার আহমেদ, মাহমুদুল হাসান মাহিন, মো. তাফসির উল্লাহ, তানজিনা আক্তার, শ্যামল বরণ দাস, রেজোয়ান কবির, নবজ্যোতি ত্রিপুরা।