ঢাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয়ী আরবি বিভাগ


DU Correspondent | Published: 2022-08-11 08:38:45 BdST | Updated: 2024-03-19 08:13:57 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২৩ শুরু হয়েছে। বুধবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন।

এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮৩টি ফুটবল টিম অংশগ্রহণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ এবং আরবি বিভাগের মধ্যে আজকের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে জাপানিজ স্টাডিজকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছেন আরবি বিভাগ। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এম আর জিহাদ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার স্বাগত বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যানসহ ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্বোধনী বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে খেলাধুলাসহ শিক্ষা কার্যক্রমের ভূমিকা গুরত্বপূর্ণ। শ্রেণিকক্ষ ও গবেষণাগারের পাশাপাশি শিক্ষার্থীরা ক্রীড়া কার্যকলাপেও অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পড়াশোনার পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও খেলাধুলাসহ সহশিক্ষা কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রেখে উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

//