আর যেতে হবে না রেজিস্ট্রার ভবনে, বিজ্ঞপ্তিতে জানাল ঢাবি


DU Correspondent | Published: 2022-09-26 09:15:09 BdST | Updated: 2024-04-24 10:03:02 BdST

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রশাসনিক ভবন সংশ্লিষ্ট অফিসসমূহকে অধিকতর যত্নশীল থাকার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব কাজ (দাপ্তরিক,একাডেমিক ও আর্থিক) বিভাগ বা ইনস্টিটিউট এবং আবাসিক হল বা হোস্টেলকে আবর্তন করে পরিচালিত হয়।

এমতাবস্থায় শিক্ষার্থীদের যাতে যে কোনো কাজে প্রশাসনিক ভবনে (রেজিস্ট্রার ভবন) আসতে না হয়, সেজন্য সংশ্লিষ্ট অফিসসমূহকে অধিকতর যত্নশীল থাকার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ জানানো হলো।

গত বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রায় ২৭ ঘণ্টা পর

এর আগে, রেজিস্ট্রার ভবনে ছাত্র হয়রানি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অনশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। ২৭ ঘণ্টা পর গত বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার অনশন ভাঙান।

সে সময় উপাচার্য ঘোষণা দেন, ‘এই মুহূর্ত থেকে কোনো শিক্ষার্থীকে দাপ্তরিক কাজের জন্য আর রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হবে না। সব কাজ হল ও বিভাগে সম্পন্ন হবে। সেখানে আমাদের লোকবল দেওয়া আছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’