শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলেন জবি শিক্ষার্থীরাও


DU Correspondent | Published: 2024-07-11 18:51:55 BdST | Updated: 2024-12-14 04:09:29 BdST

শাহবাগে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরাও। সম্মিলিতভাবে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন তারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫টায় পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। একই আন্দোলনে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করল শিক্ষার্থীরা

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কোটা সংস্কার আন্দোলন চালিয়ে আসছিলো তাদের ক্যাম্পাস এলাকায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও এলিফ্যান্ট রোড ছেড়ে অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়ে। এছাড়া আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আন্দোলনে যোগ দিয়েছেন।

এদিকে, শিক্ষার্থীদের বাধার মুখে বিকাল ৫টার পর শাহবাগ ছাড়তে বাধ্য হয় পুলিশ। বিকাল ছয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে সর্বত্র শিক্ষার্থীদের অবস্থান রয়েছে৷