ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে তারা সবাই পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
‘ব্যক্তিগত কারণে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ১৩ জন সহকারী প্রক্টর উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানা যায়।
সদ্য পদত্যাগ করা ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ব্যক্তিগত কারণে আমি ও বাকি ১৩ সহকারী প্রক্টর আজকে পদত্যাগ করেছি। উপাচার্য স্যারের কাছে আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। এসময় তিনি ব্যক্তিগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও অন্যান্যদের সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
পদত্যাগপত্রে স্বাক্ষর করা শিক্ষকরা হলেন— ঢাবির প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান, সহকারী প্রক্টর বিজ্ঞান অনুষদের শিক্ষক লিটন কুমার সাহা, চারুকলা অনুষদের শিক্ষক নাজির হোসেন খান ও সীমা ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষক মো. মাহবুবুল রহমান, ফার্মেসি অনুষদের শিক্ষক আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের শিক্ষক এম এল পলাশ, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক সউদ আহমেদ।
এছাড়া কলা অনুষদের শিক্ষক সঞ্চিতা গুহ, জীববিজ্ঞান অনুষদের শিক্ষক হাসান ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক মোহাম্মদ বদরুল হাসান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সেস অনুষদের শিক্ষক মোস্তাফিজুর রহমান ও কলা অনুষদের শিক্ষক মোহাম্মদ ইমাউল হক সরকার।
অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। তিনি ২০২৩ সালে গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।