নীরব হোটেলে কুকুরের মাংস পরিবেশনের খবর ভুয়া, চালু রয়েছে হোটেল


ক্যাম্পাস্টাইমস প্রতিবেদক | Published: 2018-09-22 04:42:02 BdST | Updated: 2024-03-29 15:33:03 BdST

বন্ধ হয়নি নীরব হোটেল। পূর্বের মতই সকল আইটেম পাওয়া যাচ্ছে হোটেলটিতে। সম্প্রতি খবর রটে নীরব হোটেলে গরুর বদলে কালো ভুনায় খাওয়ানো হচ্ছে কুকুরের মাংস। কিন্তু খবরটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন নীরব হোটেলের মালিক জর্জ রহমান এজাজ।

তিনি বলেন, "নীরব হোটেল ৫০ বছরের প্রাচীন হোটেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কিন্তু আমাদের এই হোটেলে খায়নি এমন ছাত্র নাই।নীরবের নামে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। গুুুজব রটানো হচ্ছেে। আমাদের হোটেলের বদনাম ছড়ানোর  জন্য।"

সাইফুল নামে এক সাংবাদিক কুকুরের মাংস পরিবেশনের ভুয়া স্ট্যাটাসে দেয়ার পর থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে বিষয়টি।

তিনি লিখেছেন, “গতকাল (মঙ্গলবার) খবরটা শোনার পর থেকেই ক্ষণে ক্ষণে আমার শরীর গুলিয়ে উঠছে, বাঙলা খাবারের জন্য জনপ্রিয় চানখারপুলের নিরব রেস্টুরেন্ট বন্ধ করা হয়েছে কুকুরের মাংস পরিবেশনের জন্য, প্রতিটি কুকুর এক হাজার টাকার বিনিময়ে কিনতো নিরবের মালিক, আর কালোভুনা করা সেই কুকুরের মাংসই এতদিন সবাই খেয়েছেন, বিগত চারবছর ধরে এই কর্ম করে আসছে নিরবের মালিক; না জানি চানখারপুলের আর কতো রেস্টুরেন্টে এই কর্ম করা হচ্ছে!!”

এই স্ট্যাটাস দেয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি একদম মিথ্যা বলে প্রমাণ পেয়েছে ক্যাম্পাসটাইমসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক।

এজাজ তার ফেসবুক লাইভে বলেন, " আমাদের হোটেলে আসুন। হোটেল খোলা রয়েছে। অপপ্রচারে কান দিবেন না। আমাদের হোটেলে মানসস্মমত খাবার পরিবেশন করা হচ্ছে।"

বিদিবিএস

//