ঢাকা ইউনিভার্সিটি অ্যাপারেল ফাউন্ডেশন'র আনুষ্ঠানিক যাত্রা শুরু


Dhaka | Published: 2022-06-18 07:44:12 BdST | Updated: 2024-03-29 15:55:39 BdST

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'ঢাকা ইউনিভার্সিটি অ্যাপারেল ফাউন্ডেশন'। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। 

এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন খান ( ডিরেক্টর, স্নোটেক্স গ্রুপ) এবং সদস্য সচীব- আরিফ আহমেদ (সিইও, জিপারস লেভেলস এন্ড এক্সেসোরিজ)।

আনুষ্ঠানিক যাত্রার এই সেমিনারে অতিথি হিসেবে ছিলেন মোঃ মনিরুজ্জামান, কান্ট্রি ম্যানেজার পিডিএস ফেয়ারস্ট  এবং মোঃ আরিফ রাজ্জাক, কান্ট্রি ম্যানেজার,  কিয়াবি ইন্টারন্যাশনাল  সাপ্লাই সার্ভিসেস লিমিটেড। বিশেষ বক্তা হিসেবে ছিলেন জাকির হাসান খান, মহীউদ্দীন আলমগীর, মতিউর রহমান, এ কে এম শোয়েব এবং অমিত কে বিশ্বাস। 

এছাড়া অ্যাপারেল ফাউন্ডেশনের ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি রয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ ১। যুগ্ম অহ্বায়ক- আব্দুল্লাহ আল মামুন তুহিন (এইচ অ্যান্ড এম) ২। সাংগঠনিক সম্পাদক- মোস্তাফিজুর রহমান (এইচ্এম) ৩। দপ্তর সম্পাদক- আবু নওশাদ (লি এন্ড ফাং) ৪। আপ্যায়ন বিষয়ক সম্পাদক- মূয়ীদ আদনান (স্কয়ার টেক্সটাইল) ৫। অর্থ বিষয়ক সম্পাদক- হাফিজুর রহমান (লাইফলং গ্রুপ) ৬। প্রচার সম্পাদক- ফরহাদ উদ্দীন (ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ) এবং কার্যনির্বাহী সদস্য সংখ্যা ১০ জন।

সংগঠনটির সদস্য সচীব আরিফ আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব সাবেক শিক্ষার্থী অ্যাপারেল নিয়ে কাজ করেন তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ভবিষ্যতে যেসব ঢাবি শিক্ষার্থী অ্যাপারেল নিয়ে কাজ করতে আগ্রহী তাদের সুযোগ তৈরিসহ অ্যাপারেল ইন্ড্রষ্ট্রির উন্নয়নে কাজ করাই অ্যাপারেল ফাউন্ডেশন কমিটির অন্যতম উদ্দেশ্য।

সংগঠনটি ২০১৭ সাল থেকে অনানুষ্ঠানিকভাবে চলছিল। আজ এই আনুষ্ঠানিক যাত্রায় প্রায় দেড়শতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেয় যারা অ্যাপারেল ও টেক্সটাইল নিয়ে কাজ করছেন।

//