প্রাথমিকেও তৈরি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস


টাইমস প্রতিবেদক | Published: 2020-11-04 05:23:51 BdST | Updated: 2024-03-29 00:02:23 BdST

মধ্য নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমিত আকারে খুলে দেওয়ার চিন্তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। আগামী ১৫ নভেম্বর থেকে বিদ্যালয় খুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

এ লক্ষ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের মৌলিক সক্ষমতা তৈরিতে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ শুরু করা হয়েছে।

মধ্য নভেম্বরে বিদ্যালয় খোলা গেলে নির্ধারিত এই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরবর্তী ক্লাসে ছাত্রছাত্রীদের তোলা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। সারাদেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে ১ কোটি ৪০ লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ নভেম্বর থেকে ৩৯ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন করার কথা থাকলেও নতুন করে আরও ১৪ দিন ছুটি বাড়ানোয় তা সম্ভব হচ্ছে না। এ কারণে নতুন করে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ শুরু করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। শিক্ষার্থীদের পাঠগ্রহণের সক্ষমতা অর্জন তৈরিতে এ সিলেবাসটি তৈরি করা হচ্ছে।

১৫ নভেম্বরের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে সেটি কার্যকর করে পরবর্তী শ্রেণিতে তোলা হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হয় তবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে পঞ্চম শ্রেণিসহ সকল ক্লাসের সনদ বিতরণ করবে।

এ বিষয়ে জানতে চাইলে নেপ-এর মহাপরিচালক মো. শাহ আলম বলেন, নতুন করে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির সকল বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যুক্ত করে শিক্ষার্থীদের পাঠগ্রহণের সক্ষমতা অর্জন তৈরির লক্ষ্যে নতুন করে এ সিলেবাস তৈরি করা হচ্ছে। নতুন সিলেবাসটি আগামী সপ্তাহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।

//