'লিডারশীপ ইন এক্যাশন' মুভার্স কর্মশালা ২৯ এপ্রিল


ঢাকা | Published: 2021-04-27 17:03:51 BdST | Updated: 2024-03-29 04:09:30 BdST

আগামী ২৯ এপ্রিল শুরু হচ্ছে মুভার্স প্রোগ্রাম এবং ইমপ্যাক্ট হাব ঢাকার যৌথ আয়োজন "লিডারশীপ ইন এক্যাশন" অনলাইন মুভার্স কর্মশালা। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে লিডারশীপ বিষয়ক কর্মশালা তরুণদের অন্যতম চাহিদা।

সংগঠনে, ব্যক্তিজীবনে কিংবা কর্মজীবনে কাজ বাড়ার সাথে সাথে একজন তরুণকে দায়িত্বশীল হয়ে উঠতে হয়। কখনো কখনো একটা দলকে নেতৃত্ব দেয়ার বিষয়টিও চলে আসে। তাদের কাজকে আরো সহজ করে তুলতে, তারা যেন ব্যক্তিগত জীবনে নেতৃত্বের নানাদিক প্রয়োগ করতে পারে তার জন্যই এই আয়োজন বলে জানিয়েছেন, ইম্প্যাক্ট হাব ঢাকার কমিউনিটি লিড লামিয়া হাফিজ।

মুভার্স প্রোগ্রাম বাংলাদেশের কর্ণধার এবং ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ কমিউনিটি এঙ্গেজমেন্ট অফিসার সাথী জমোদ্দার জানিয়েছেন, "সময়ের সাথে তাল মিলিয়ে এশিয়া প্যাসিফিকের তরুণদেরকে নেতৃত্বে দক্ষতা অর্জনের জন্য মুভার্স প্রোগ্রাম এর এই মডিউলটি সাজানো হয়েছে। "

উল্লেখ্য উক্ত কর্মশালায় ফেসিলিটেটর হিসেবে যুক্ত থাকবেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর জুনিয়র কন্সালট্যানট লামিয়া মোহসীন, এবং যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমাইএসটি) এর স্নাতক পর্যায়ের ছাত্রী নাদিয়া মোমেন এবং সিরাজাম মুনিরা। এই কর্মশালার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি থাকছে না। তাই যে কেউ ২৯ এপ্রিল জুম মাধ্যমটি ব্যবহার করে দুপুর ২টা - বিকাল ৪ টা পর্যন্ত এই অনলাইন সেশনে অংশ নিতে পারবে।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.office.com/r/QEpXGvJQEf

 

//