দুর্নীতিবাজ ভিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান, শিক্ষামন্ত্রীর আশ্বাস


Desk report | Published: 2022-09-04 19:42:12 BdST | Updated: 2024-03-29 18:33:48 BdST

কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগবাণিজ্য ও আর্থিক অনিয়মের প্রমাণ মিলছে। এতে অন্য উপাচার্যদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। দুর্নীতিবাজ উপাচার্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির নেতারা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। উপাচার্যদের অনিয়ম থেকে বিরত থাকতেও পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।

সভা সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তৈরি নিয়োগ নীতিমালা অনুসরণ করার আহ্বান জানান। কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি। এ নীতিমালা দ্রুত প্রণয়ন করার প্রস্তাব করেন উপাচার্যরা।

সভায় উপাচার্যরা পাবলিক বিশ্ববিদালয়গুলোতে বিভিন্ন অসঙ্গতি ও বৈষম্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

//