উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসিতে পাসের হার ৬৩.৬০ শতাংশ


Desk report | Published: 2023-01-18 03:50:21 BdST | Updated: 2024-04-19 01:59:18 BdST

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মেজবাহ উদ্দিন তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল ১৬ জানুয়ারি প্রকাশিত হয়। পাসের হার শতকরা ৬৩ দশমিক ৬০।

বাউবির এইচএসসি-২০২২ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৮৮ হাজার ১০০ জন। এই পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৭৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় ৩৩ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২১ হাজার ৪৬১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।

শিক্ষার্থীদের মধ্যে ৯৩ জন A+, দুই হাজার ৮৪৪ জন A, সাত হাজার ৩৩৭ জন A-, আট হাজার ৮১ জন B, তিন হাজার ২৪ জন C এবং ৮২ জন D গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ৩১৬ জন ছাত্র এবং নয় হাজার ১৪৫ জন ছাত্রী।