ফ্যাশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ ২ মার্চ, পরীক্ষা ৪ মার্চ


Desk report | Published: 2023-02-05 01:01:54 BdST | Updated: 2024-04-25 04:37:14 BdST

২০২৩ শিক্ষাবর্ষে একবছরমেয়াদি স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে ভর্তি নিচ্ছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। আগ্রহীরা ২ মার্চ ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যেসব কোর্সে আবেদন চলছে: ব্যাচেলর অফ অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম), পোশাক উৎপাদন ও প্রযুক্তিতে (এএমটি) বিএসসি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে (CSE) বিএসসি, (অনার্স) ইংরেজিতে বিএ, পরিবেশ বিজ্ঞানে (ES) বিএসসি, ব্যাচেলর অফ ফ্যাশন স্টাডিজ (BFS), ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে (FDT) বিএসসি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (IE) বিএসসি, নিটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ (KE) বিএসসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ (TE) বিএসসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে (TEM) বিএসসি, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), ফ্যাশন ডিজাইনে এমএসসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ এমএসসি।

 

এছাড়া রয়েছে নিটওয়্যার মার্চেন্ডাইজিং, নিওয়্যার গার্মেন্ট মার্চেন্ডাইজিং ও সোয়েটার মার্চেন্ডাইজিংয়ে একবছর মেয়াদি স্নাতকোত্তর ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স।

আবেদন ফি : এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ও পরিবেশ বিজ্ঞাননে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ৫০% ফি ছাড় দেয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।