তরুণরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে : শিক্ষামন্ত্রী


Desk report | Published: 2023-05-28 05:26:32 BdST | Updated: 2024-10-09 15:44:03 BdST

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। কোনো অপশক্তিই আমাদের এই অগ্রযাত্রাকে কখনোই রুখতে পারবে না। বাংলাদেশের এই অগ্রযাত্রা বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, কবি নজরুল তার লেখনির মাধ্যমে তরুণ প্রজন্মকে জাগ্রত করেছিলেন, আজও তরুণ প্রজন্ম আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা যদি এ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে কাজে লাগাতে পারি তাহলে আমরা বিশ্ব দরবারে মডেল হিসেবে উপস্থাপিত হবো।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে স্মারক বক্তব্য রাখেন বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন এমপি, ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি, ফখরুল ইমাম এমপি, কাজিম উদ্দিন আহম্মেদ এমপি, বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আাম্মদ ভূঞা, বাংলাদেশ বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খান, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় শিল্পীরা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন।