জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-17 18:42:21 BdST | Updated: 2025-06-14 07:05:00 BdST

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষার্থী তাদের কলেজের মাধ্যমে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা আগামী ৩০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগইন (অনার্স) অপশনে তাদের আবেদন আইডি ও পিন নম্বর ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

জানা গেছে, আগামী ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আগামী ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিভাগগুলোর বিভিন্ন সরকারি কলেজ কেন্দ্রের আওতায় স্থানীয় আরও বিভিন্ন প্রতিষ্ঠান রাখা হয়েছে। এক্ষেত্রে বরিশাল বিভাগে মোট ৫৯টি, চট্টগ্রাম বিভাগে ১৩৪টি, ঢাকা বিভাগে ২৪৭টি, খুলনা বিভাগে ১৫৬টি, রাজশাহী বিভাগে ১৪৩টি, রংপুর বিভাগে ৯৬টি, সিলেট বিভাগে ৪৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা নেবে। যেখানে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে ১ ঘণ্টার মধ্যে। মেধা তালিকা প্রস্তুতে ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল নির্ধারণ করা হবে।