
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ১৩ জুলাইয়ের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বুধবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
চেয়ারম্যান জানান, ইতোমধ্যে পরীক্ষকেরা খাতা মূল্যায়ন করে বোর্ডে পাঠানো শুরু করেছেন। তবে এখনো অনেক খাতা হাতে আসেনি। সব খাতা হাতে পাওয়ার পর নম্বর ইনপুট এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
চলতি বছর এসএসসি পরীক্ষার খাতা সংগ্রহে কিছুটা বিলম্ব হয়েছে। এতে ফল প্রকাশে কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, পরীক্ষকরা নির্ধারিত সময়সীমার মধ্যেই খাতা জমা দিয়েছেন। সুতরাং এতে বড় কোনো সমস্যা হয়নি। আমরা চেষ্টা করছি পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে।