
চিরঘুমের দেশে অভিনেত্রী তানিন সুবহা। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩১ বছর।
আজ মঙ্গলবার রাতে তানিন সুবহার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এ ছাড়া পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তানিন সুবহা এ হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।
অভিনেত্রী রুমানা ইসলাম বলেন, আজ রাত ৭টা ৫৭ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী তানিন সুবহা। মৃত্যুকালে সুবাহ তাঁর পরিবারে স্বামী জাহিদ এবং দুই কন্যাসন্তানকে রেখে গেছেন। ছোট মেয়ের বয়স আড়াই বছর।
এর আগে, গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। এরপর আফতাবনগরে তাঁর বাসার কাছের একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে কয়েকদিন ধরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে পা রাখেন তানিন সুবাহ। এরপর অভিনয় করেন নাটক-সিনেমায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়।