নতুন বছরের পরিকল্পনা বাস্তবায়িত হোক ৫ উপায়ে


Dhaka | Published: 2020-12-24 06:08:54 BdST | Updated: 2024-03-29 06:24:55 BdST

চলার পথে মানুষের চেষ্টাই থাকে নিজেকে সবসময় ছাড়িয়ে যাবার। আর সেই লক্ষ্যেই চলে নানা পরিকল্পনা, সে অনুযায়ী কাজ। পুরোনো বছর শেষ। নতুনকে গ্রহণ করে নিতে হবে আমাদের। নিজেরদের ব্যর্থতাগুলো পেছনে ফেলে উঠে দাঁড়াতে হবে আবার। প্রতি বছরের শুরুতেই বতুন বছরটাকে ঘিরে আমাদের থাকে নানা পরিকল্পনা। দিন যায়, মাস যায়। এক্সময় সেসব কাজের কিছুই আর চালিয়ে যাওয়া সম্ভব হয়না।

সফলতা অর্জনের জন্য কাজের ধারাবাহিকতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে, একই মনোবল আর প্রতিজ্ঞায় এগিয়ে যেতে চাইলে জেনে নিন কিছু টিপস –

আপনার পরিবার, বন্ধু কিংবা পরিচিতজনদের মাঝে থেকে একই পরিকল্পনা করেছেন এমন কাউকে বেছে নিন। যেমন আপনি প্রতিদিন সকালে জগিং করতে চাইলে এমন কাউকে সঙ্গী হিসেবে নিন যে নিজেও একই কাজ করতে চাইছে। এতে দুজন মানুষ একে অপরকে কাজটি চালিয়ে যাবার অনুপ্রেরণা দিতে পারবে।

আপনি কি করতে চান, নতুন বছরে নিজের কি কি অর্জন দেখতে চান সেগুলো লিখে রাখুন। এগুলো অর্জনের জন্য আপনার করা কাজগুলো লিখে রাখুন। এগুলো আপনার লক্ষ্য অর্জনে আপনার অবস্থান সম্পর্কে ধারণা দিবে।

সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হোন। আজকের কাজ আজকে না করে থাকলে একসময় আপনার লক্ষ্য অর্জন করা সম্ভব হবেনা।

নতুন বছরের সব পরিকল্পনা খুব সহজেই বাস্তবায়িত হবে এমন ভাবার কারণ নেই। বাধা-বিপত্তি আসবেই। সেগুলো মোকাবেলার জন্য মনোবল রাখতে শক্ত হবে।

নিজেকে নিজেই পুরস্কৃত করুন। যেমন ওজন নিয়ন্ত্রনের ক্ষেত্রে ৫ বা ১০ পাউন্ড ওজন কমাতে পারলে একদিন মনমত খাবার খেতে পারেন। এ ধরণের পুরস্কার অনুপ্রেরণামূলক, তাই সবসময় এমনটা করা যাবেনা, এর জন্য কাজের অগ্রগতির একটি মাত্রা ঠিক করে নিন।

//