রেকর্ড ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি হবে ৪৭তম বিসিএসে


Desk report | Published: 2024-10-23 19:09:43 BdST | Updated: 2024-11-12 09:05:49 BdST

বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৩ অক্টোবর) এ চিঠি পিএসসিতে পাঠানো হয়েছে।

পিএসসিতে পাঠানো চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগগুলোর চাহিদা মোতাবেক ৩ হাজার ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।

পিএসসির তথ্যানুযায়ী, এবারের শূন্যপদের সংখ্যাটি বিগত ১০টি বিসিএসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৪৬তম বিসিএসে তিন হাজার ১০০টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি, যা বিগত ১০ বিসিএসের মধ্যে সর্বোচ্চ ছিল। সেই রেকর্ডও এবার ছাড়িয়ে গেলো।