স্বীকৃতি অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে: খুবি ভিসি


Desk report | Published: 2022-06-21 03:46:56 BdST | Updated: 2024-03-28 22:08:48 BdST

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন ক্রাইটেরিয়া অ্যান্ড রিকয়ারমেন্ট’ শীর্ষক শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুন) সকাল ১০টায় সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চু্যয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, আমাদের এখন অ্যাক্রিডিটেশন (স্বীকৃতি) অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। অ্যাক্রিডিটেশন অর্জনে আমাদের বেশকিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে।

ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিক কলাবোরেশন বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, অ্যাক্রিডিটেশন অর্জনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং এবং গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ জড়িত।

এজন্য এখন থেকেই অ্যাক্রিডিটেশন অর্জনে শিক্ষকদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর সেহরিশ খান। আরও বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ ও ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শামীম আহসান।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্বীকৃতি অর্জনে আমাদের একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে হবে। ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন এই প্রক্রিয়ায় প্রবেশ করেছে। প্রথম আমাদের বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রিডিটেশন অর্জন করতে হবে, পরে আন্তর্জাতিকভাবে। অতিথিরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিন আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কোর্স কারিকুলা প্রণয়নে কাজ করছে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর সেহরিশ খান, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন।

উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার নুরুল ইসলাম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। বিকেলে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে। প্রশিক্ষণে আইকিউএসির অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//