কনসার্টে মাদক সেবন, খুবির ৭ শিক্ষার্থীকে শোকজ


KU University | Published: 2022-11-01 06:57:11 BdST | Updated: 2024-03-29 21:55:31 BdST

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের কনসার্টে মাদক সেবনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে।

শোকজ করা শিক্ষার্থীরা হলেন- সৈয়দ জাফর সাদিক, তুফানুল সাদাত তাহা, জুবায়ের আহমেদ ইয়াসিন, মিজানুর রহমান, শীর্ষেন্দু মালাকার, বহ্নি শিখা চৌধুরী ও সামিউল মুরাদ।

সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে শোকজ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৮ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে গত ২৯ অক্টোবর ক্যাম্পাসের হাদী চত্বরে সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত কনসার্ট অনুষ্ঠিত হয়। এ সময় সঙ্গীত পরিবেশন করেন নগরবাউল (জেমস), ওয়ারফেজ এবং আর্টসেল। কনসার্ট উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগতরাও আসে। বহিরাগত প্রায় অর্ধশত যুবককে গাঁজা ও ইয়াবাসহ আটক করে পুলিশ। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীর মাদক সেবনের প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন জানান, মাদক সেবনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ওই দিন মাদক সেবনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্য-প্রমাণ পাওয়ার পর তাদেরকেও শোকজ করা হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসান উল্লাহ হল থেকে মদের বোতল, গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউআরপি এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা পেয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

//