খুবি ক্যাম্পাস মুখরিত নবীণদের পদচারণায়


Maruf Ahmed | Published: 2024-10-20 22:47:16 BdST | Updated: 2024-12-14 14:06:43 BdST

আজ থেকে শুরু হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীণ শিক্ষার্থীদের প্রথম ক্লাস। তারা নিজেদের স্বপ্নের ক্যাম্পাসে পা রেখে খুবই প্রফুল্ল। যেখানে চান্স পেতে কত পরিশ্রম করতে হয় তা কল্পনা করাও কঠিন। তাদের স্বপ্ন পূরণ হলো আজ। এইদিনে ক্যাম্পাস নতুন ভাবে সেজে উঠেছে নতুনদের পদচারণায় । নবীন শিক্ষার্থীদের অনুভূতি সত্যিই অন্যরকম।

ক্যাম্পাস ঘুরতে গিয়ে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ২৪ ব্যাচের এক শিক্ষার্থী মো.সোহান হোসেন বলেন, 'ক্যাম্পাসের প্রতিটি কোণে ইতিহাসের ছাপ আর প্রতিটি মুখে ভবিষ্যতের আশাবাদ সবকিছু যেন এক মনোরম দৃশ্য। আমরা নব উদ্যমে এগিয়ে যাচ্ছি, স্বপ্ন দেখছি একটি সুন্দর ভবিষ্যতের। দিনটি কেবল একটি শুরু নয়; বরং জীবনের নতুন দিগন্তে যাত্রা।’

গণিত ডিসিপ্লিনের নবীণ শিক্ষার্থী মো.দোদায়েভ আলিম বলেন, 'অ্যাডমিশন শেষে চান্স পাওয়ার পরে মনে হতো ক্লাস তাড়াতাড়ি শুরু হলে ভালো হতো। স্বাভাবিকভাবে আমাদের আগস্টে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তখন থেকে আন্দোলন ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে ক্লাস পেছানো হয়। অবশেষে দেড় মাস পর আমরা আমাদের প্রথম ক্লাসটি পেয়েছি।এ ক্ষেত্রে আমার মিশ্র অনুভূতি কাজ করছে। প্রথমত, ভালো লাগছে যে এত কিছুর পর আমরা শিক্ষাঙ্গনে ফিরতে পারছি। অপর দিকে বিশ্ববিদ্যালয় জীবনের সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারব কি না, সেই শঙ্কা ও খানিকটা জেগেছে। তবু আশাবাদী, ভালো কিছুই হবে।’

প্রথম বর্ষের ফার্মেসী ডিসিপ্লিনের শিক্ষার্থী মো.জাহিদ হাসান। দীর্ঘদিন পর বর্ষের প্রথম ক্লাসে বসার অনুভূতি তাঁর ভাষায়, ‘এ যেন স্বপ্নপূরণের এক নতুন অধ্যায়।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২৪ তম ব্যাচের নবীণ বরণ ছিল সত্যি অসাধারণ'।