খুবিতে ইলিয়াস কাঞ্চনের উপস্থিতিতে সুধী সমাবেশ


Maruf Ahmed | Published: 2024-11-01 09:39:57 BdST | Updated: 2024-12-14 14:07:19 BdST

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নিয়ামত আলী মিলনায়তনে আজ বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে এবং বিতর্ক সংগঠন নৈয়ায়িকের সহযোগিতায় সড়ক নিরাপত্তা বিষয়ক “সুধী সমাবেশ” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক এবং নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানের শুরুতে, ৫ আগস্ট পরবর্তী ট্রাফিক দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীদের প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, “বাংলাদেশের পরিবহন খাতের উন্নয়নে রাজনৈতিক অস্থিরতা অন্যতম বাধা। এখন আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে নিরাপদ সড়কের জন্য সচেষ্ট হতে হবে।” এছাড়া তিনি সপ্তাহে একদিন ট্রাফিক বিভাগের মনিটরিং দাবি করেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা ইলিয়াস কাঞ্চন বলেন, “নিসচা একটি সেবামূলক সংগঠন, যেখানে সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। আমরা গত ৩২ বছর ধরে সড়ক নিরাপত্তায় কাজ করছি, কিন্তু সরকারগুলোর উদাসীনতা সড়ক নিরাপত্তায় আমাদের প্রচেষ্টাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে। সকলের সচেতনতা আমাদের সমাজকে নিরাপদ করতে পারে।”

অনুষ্ঠানের সভাপতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “নতুন প্রজন্মকে দেশের সকল কাজে অন্তর্ভুক্ত করতে হবে, তাদের হাত ধরেই আমাদের দেশ আরো নিরাপদ এবং শৃঙ্খল হবে।” তিনি ইলিয়াস কাঞ্চনকে এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে একটি ‘নিসচা কমিশন’ বা ইনস্টিটিউট গঠনের পরামর্শ দেন।