বইমেলায় এ পর্যন্ত নতুন বই ২৪০টি


ঢাকা | Published: 2021-03-22 04:24:07 BdST | Updated: 2024-04-19 07:17:09 BdST

ভিন্ন সময়ে, ভিন্ন প্রেক্ষাপটে এবারের বই মেলা। তবুও লেখক, প্রকাশক ও পাঠকের ভালোবাসা আছে আগের মতোই। বরাবরের মতো অমর একুশে গ্রন্থমেলা আবেগ, অনুভূতি, চেতনা আর ভালোবাসায় মোড়ানো।

রোববার (২১ মার্চ) বইমেলার চতুর্থ দিন। প্রাঙ্গণে ঢুকতেই বোঝা যায় বদলে যাওয়া এক পৃথিবীতে এবারের বই মেলা। দর্শনার্থী-পাঠক-লেখক-প্রকাশক, সবার মুখে মাস্ক। তাপমাত্রা পরীক্ষা আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে তবেই মেলায় প্রবেশে ছাড়। মাইকে বার বার ভেসে আসছে সচেতনতামূলক বার্তা।

পরিস্থিতি মেনেই দর্শনার্থী ও পাঠকরা মেলায় এসেছেন প্রাণের টানে।

৭ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ বর্গফুটের মেলায় স্টলের দূরত্ব বাড়লেও পাঠকের সাথে বইয়ের দূরত্ব কিন্তু বাড়েনি। ভিন্ন সময় হলেও শেষ পর্যন্ত মেলা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেলায় আসা লেখক- প্রকাশকরা।

রোববার প্রকাশিত হয়েছে ৮১টি নতুন বই, মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ২শ ৪০টি।