রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তরুণ অনুবাদক প্লাবন কুমার। যার ছোটবেলা থেকেই রয়েছে সাহিত্যের প্রতি গভীর ভালবাসা। যার বইগুলো বাংলা একাডেমি কর্তৃক ‘অমর একুশে বইমেলা-২০২১’ এ প্রথমবারের মত প্রকাশিত হয়েছে।
তার অনুবাদকৃত তিনটি বইয়ের মধ্যে 'ছোট অভ্যাস বড় সাফল্য’ ও 'মিরাকল মর্নিং' দুইটি বই “অমর একুশে বইমেলা-২০২১” মোড়ক উন্মোচিত হয়েছে। বই দুইটি বর্তমান সময়ের সেরা দুইটি প্রকাশনী ‘প্রজন্ম প্রকাশনী’ ও ‘রচনা প্রকাশ’ অমর একুশে বইমেলায় প্রকাশ করে থাকে। যেখানে বইগুলো পাঠকদের মাঝে বেশ সাড়া প্রদান করে।
'ছোট অভ্যাস বড় সাফল্য' বইয়ে আপনার অভ্যাস পরিবর্তন করতে যদি সমস্যা হয়, তবে সমস্যাটি কিন্ত আপনি নিজে নন। সমস্যাটি হচ্ছে আপনার সিস্টেম তথা পদ্ধতি। দেখা গেছে যে, ভালো অভ্যাসের তুলনায়, খারাপ অভ্যাসগুলির পুনরারৃত্তি বারবার হয়৷ এর কারণ কিন্ত আপনি তাকে পরিবর্তন করতে চান না বলে নয়; কারণটা হচ্ছে পরিবর্তনের ভুল সিস্টেম৷ এর কারণে আপনি আপনার উন্নতির স্তরকে উপরে উঠাতে না পারলেও নিচে ঠিকই নেমে যান৷ আর এই ভুল পদ্ধতিগুলোকে কি করে সঠিক করে তুলতে হয় তার সমাধান বেশ ভালোভাবে দেয়া হয়েছে এখানে৷ যার মাধ্যমে আপনি নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরতে পারেন৷
'দ্য মিরাকল মর্নিং' বর্তমান সময়ের পরিক্ষিত একটি আত্ম-উন্নয়নের পদ্ধতি৷ প্রতিদিন হাজার হাজার লোক এর অনুশীলন করে যাচ্ছে এবং এর মাধ্যমে তাদের জীবন পাল্টে ফেলছে৷ সময়ের অন্যতম আত্ম-উন্নয়ন বিষয়ক লেখক হাল এলরড তার জীবন বদলে দেয়া বই 'দ্য মিরাকল মর্নিং' এর তারা পুরো বিশ্বকে বদলে দিতে চেয়েছেন৷ আর এক্ষেত্রে অনেকটাই তিনি সফলও হয়েছেন বলা যায়৷ 'দ্য মিরাকল মর্নিং' এরইমধ্যেই বিশ্বের হাজার হাজার লোকের জীবন বদলে দিয়েছে৷ অন্য সকলের এটি মত আপনার জীবনকেও পাল্টে দিতে পারে৷
তার তৃতীয় বই 'ইলুমিনাতি এজেন্ডা' প্রজন্ম প্রকাশনী গত সেপ্টেম্বরে বাজারে প্রকাশ করে থাকে। ইলুমিনাতি এজেন্ডা' সুপ্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত চলতে থাকা ভাল এবং মন্দের মধ্যকার লড়াইয়ের কথা বলে যায়৷ এছাড়াও সাম্প্রতিক সময়ের যুদ্ধগুলোর পিছনের কথা, ফ্যাসিবাদ, পুঁজিবাদের আসল রূপ, অর্থ ও ব্যাংক ব্যবস্থার ছদ্মবেশী মুখোশ, প্রযুক্তির বিধ্বংসীতা, জনসংখ্যা কমানোর এজেন্ডা ও পর্দার আড়ালের পিছনের কাহিনী, টক্সিক ফুড, ভ্যাকসিন, টিকা, মেডিকেল ডেথ ইন্ডাস্টি, মুসলিম খেলাফত ধ্বংস, সোভিয়েত গঠন, ইন্টারনেটের গোপন কথা, আয়রন মাউন্টেন, গোয়েন্দা নজরদারি, তথ্যসন্ত্রাস, পর্ণ, ৫জি ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে উঠে এসেছে।
গতদিন তার অনুবাদকৃত তিনটি বই 'ছোট অভ্যাস বড় সাফল্য, 'মিরাকল মর্নিং' এবং 'ইলুমিনাতি এজেন্ডা'-এর একসঙ্গে রাবির নবাব আব্দুল লতিফ হল এ মোড়ক উন্মোচন করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন নবাব আব্দুল লতিফ হল এর প্রভোস্ট জনাব প্রফেসর একরামুল ইসলাম৷ সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি গোলাম কিবরিয়া এবং বিপ্লবী সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু৷
নিজের বই সম্পর্কে বলতে গিয়ে প্লাবন কুমার বলেন," ছোটবেলা থেকেই লেখালেখি আমার ভাললাগে৷ সেই ভালো লাগা থেকে অনুবাদ করা৷ আশা করি বইগুলো পাঠকদের ভালো লাগবে এবং এখান থেকে তারা উপকৃত হবে৷"
অনুবাদকের বইগুলো মূলত মোটিভেশনাল এবং নন-ফিকশন ঘরনার৷ করোনাকালীন সময়ে বইগুলো লিখেছেন তিনি৷ তাছাড়া সামনে বেশ কিছু বইয়ের চূড়ান্ত সম্পাদনার কাজ চলছে৷ অনুবাদ ছাড়াও মৌলিক বই নিয়েও কাজ করছেন তিনি৷