বিএসএমএমইউর সাবেক উপাচার্য ড. তাহির মারা গেছেন


Sylhet | Published: 2020-10-27 03:29:42 BdST | Updated: 2024-04-19 10:21:26 BdST

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. তাহির মারা গেছেন (ইন্না ... রাজিউন)। সোমবার সকাল ৮টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটের ছোটদেশে গ্রামের পৈতৃক কবরস্থানে দাফন করা হবে অধ্যাপক ডা. তাহিরকে।

দেশের স্বনামধন্য এ মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনের সাবেক সভাপতি। বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়নে তার অবদান রয়েছে। এ ছাড়া দেশের স্বাস্থ্যবিষয়ক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম মেডিভয়েসের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি।

বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বিএসএমএমইউয়ের শিক্ষা গবেষণায় অধ্যাপক ডা. মো. তাহিরের ভূমিকা অনস্বীকার্য। তার এই ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে। প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. তাহিরের মৃত্যুতে বিএসএমএমইউ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

অধ্যাপক তাহিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান প্রমুখ।