সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে চান্স পেয়েছেন ৪০ শিক্ষার্থী


ঢাকা | Published: 2021-04-09 17:06:35 BdST | Updated: 2024-03-29 03:27:31 BdST

নীলফামারীর সৈয়দপুরের সুপরিচিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবার ৪০ জন শিক্ষার্থী মেডিকেল (এমবিবিএস) কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। দেশের মেডিক্যাল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এ কৃতিত্ব অর্জন করে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ওই কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত প্রমি বলেন, ‘খুবই আনন্দ লাগছে। ছোটকালের স্বপ্ন যেন বাস্তবায়নের পথে। এ সুযোগ পাওয়ার পেছনে আমাদের শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা ছিল।’

একই কথা জানালেন সিলেট ওসমানী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ফারহান মুহিব সরকার ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া সোহানী তানজিলা।

এদিকে, মেডিকেলে সুযোগ পাওয়ার এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক। তিনি বলেন, ‘শুধু মেডিকেলে নয়, অনেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন ইউনিভার্সিটিতে সুযোগ পাবে আমাদের বিশ্বাস।

এবার এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে অটোপাস করেন। তাদের সবাই এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

//