চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে চমেকের ইন্টার্ন চিকিৎসকরা


ঢাকা | Published: 2021-05-01 21:20:04 BdST | Updated: 2024-04-25 22:05:37 BdST

চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের রোগীরা।

শনিবার (১ মে) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, আজও তারা কাজে যোগ দেননি।

চমেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান বলেন, ‘ঘটনার কয়েকদিন পার হলেও এখনও দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তাই আজকে (শনিবার) হাসপাতালের পরিচালকের রুমের সামনে চিকিৎসকরা অবস্থান কর্মসূচি পালন করবেন। এরপরও সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

জানা গেছে, গত মঙ্গলবার (২৭ এপ্রিল) চমেক ক্যান্টিনে এক নেতাকে কটুক্তির ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে পরের দিন (বুধবার) থেকে ইন্টার্ন চিকিৎসকদের একাংশ হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে।

এরই মধ্যে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবিরের নেতৃত্বে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিবাদমান দুই গ্রুপ, সাবেক মেয়র আ জ ম নাছির ও শিক্ষা উপমন্ত্রী নওফেলের অনুসারীরা অংশ নেন।

তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উভয়পক্ষ পাঁচলাইশ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।