ঢাবি শিক্ষার্থীকে মারধর করলো ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা, ২ পক্ষের সংঘর্ষ


ঢাবি টাইমস | Published: 2018-01-17 06:21:58 BdST | Updated: 2024-04-20 03:44:20 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রীর নেতৃত্বে মারধর করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা মেডিকেলে ড গোলাম রাব্বানী হলের সামনে পেনাং হোটেলে এস এম হলের দুই শিক্ষার্থী রাতের খাবার খাওয়ার জন্য যায়। ওই হোটেলে ডিএমসির একজন ছাত্র আর ২ জন ছাত্রী খাবার শেষে টেবিল থেকে উঠে চলে যায়। সেখানে টেবিল ফাকা পেয়ে বসে ঢাবির দুই শিক্ষার্থী। ঢাকা মেডিকেকেল কলেজের (ডিএমসি) ছাত্রী  হোটেলের টেবিলে ভুলে মোবাইল আর চাবির রিং রেখে চলে যায়। পরে ঢাবির দুই শিক্ষার্থী ওই টেবিলে বসে পড়লে ডিএমসির ছাত্রী এসে ঢাবির দুই শিক্ষার্থীকে যাচ্ছেতাই গালাগাল শুরু করে।

পেনাং হোটেলের সামনে ঢাবি ও ডিএমসি সংঘর্ষ 

এতে ঢাবির দুই শিক্ষার্থী যখন গালাগালির প্রতিবাদ করে তখনই ডিমএসির ছাত্রীর সাথে থাকা ২ ছাত্রহল থেকে বন্ধুদের ডেকে এনে ঢাবির এসএম হলের ছাত্রদের প্রহার করতে করতে রাস্তায় টেনে নিয়ে আসে।

মারামারির খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্ররা হাজির হয়। মেডিকেলের ছাত্ররা ফজলে রাব্বী হলের ছাত্রদের ফোন করে ডেকে আনলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঢাকা মেডিকেল ছাত্রলীগের এক নেতাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের রিয়াজ ও মাইনুল আহত হয়।

এসএম হল ছাত্রলীগনেতা মেহেদী হাসান তাপস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেখান থেকে নিয়ে আসেন। পুলিশ ঢাকা মেডিকেলের ছাত্রদের ফজলে রাব্বী হলে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

বিডিবিএস