বন্যার্তদের পাশে দাঁড়াতে শাবিপ্রবিতে হচ্ছে ফিল্ম ফেস্ট


SUST Correspondent | Published: 2022-05-25 01:59:14 BdST | Updated: 2024-03-29 12:04:16 BdST

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে দুদিনব্যাপী চ্যারিটি ফিল্ম ফেস্টের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ২৬ ও ২৭ মে কেন্দ্রীয় অডিটোরিয়ামে পাঁচটি জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

সোমবার (২৩ মে) সকালে সংগঠনের সমন্বয়ক রাজর্ষি ভট্টাচার্য ও ‘বন্যার্তদের পাশে শাবিপ্রবি’ প্রোগ্রাম বাস্তবায়নের আহ্বায়ক ইফরাতুল হাসান রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে আমরা এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। অর্থ সংগ্রহের জন্য আমরা বিভিন্ন রাস্তার মোড়ে, আবাসিক হলে, মেসে ও বাসায় স্বেচ্ছাসেবীদের দ্বারা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবার বন্যার্তদের সাহায্য করতে আগামী ২৬ ও ২৭ মে কেন্দ্রীয় অডিটোরিয়ামে চ্যারিটি ফিল্ম ফেস্টের আয়োজন করেছি। যা থেকে প্রাপ্ত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বণ্টন করবো।

ইফরাতুল হাসান আরও বলেন, ২৬ মে বিকেল ৫ টায় ‘অলিম্পাস হেস ফলেন’, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ‘রেইনকোট’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। পরদিন ২৭ মে সকাল সাড়ে ১০ টায় ‘নোনা জলের কাব্য’, বিকেল ৫টায় `দ্য ব্যাটম্যান’ এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ‘৫০০ ডেস অব সামার’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। চলচ্চিত্র দেখতে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপিত টেন্ট থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

//